
গ্যালাক্সি ৮ নামের স্মার্টফোনের সঙ্গে নিজস্ব ডিজিটাল সহকারী সফটওয়্যার আনবে স্যামসাং। নতুন স্মার্টফোন ছাড়াও হোম অ্যাপ্লায়েন্স ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যে কণ্ঠস্বরের মাধ্যমে সেবা দেওয়ার সফটওয়্যার যুক্ত করছে স্যামসাং। এ বছরের অক্টোবর মাসে স্যামসাং ভিভ ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। ভিভসের উদ্যোক্তা এর আগে অ্যাপলের সিরি নামক ভার্চ্যুয়াল সহকারী সফটওয়্যার তৈরি করেছিলেন।






