আইটি কম্পিউটার সিটিতে ভার্তি হওয়ার ও ফি জমা দেওয়ার নিয়মাবলী:-


  • ভর্তি হওয়ার জন্য ২কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।

  • যে কোন একটি পরীক্ষার রোজিঃ কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে।


  • তথ্যবই, ফাইল এবং ভর্তির ফরম পূরণ করে ভর্তি হতে হবে।


  • ভর্তি হওয়ার দিন যে কোর্সে ভর্তি হবেন সে কোর্সের সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে।


  • ভর্তি হওয়ার পর প্রশিক্ষণ বই/শিট প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে পরিশোধ করতে হবে।


  • যে দিন ভর্তি হবেন তার পরদিন থেকে ক্লাশ শুরু করতে পারবেন।


  • কোর্স শেষে পরীক্ষার জন্য ৫৭০/- টাকা ফি পরিশোধ করতে হবে।