
আত্ননির্ভরশীল থাকতে আমি সব সময় পছন্দ করি। আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করি জীবনে বড় হতে গেলে মনে সাহস আর চোখে স্বপ্ন থাকতে হয়। সফলতার মুখ দেখতে চােইলে পরিশ্রম ও ধৈর্য ধারণের মানসিকতা থাকাও খুব জরুরী। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি কারণ ফ্যামিলির সাপোর্টটা আমি সব সময় পেয়েছি। স্কুল পড়া অবস্থায় এক ভাইয়ার পরামর্শে আইটি কম্পিউটার সিটিতে বেসিক কোর্সে ভার্তি হই। এই কোর্স শেষ করার পর আমি ভর্তি হই গ্রাফিক ডিজাইন কোর্সে। তারপর থেকে আমি চেস্টা করে গিয়েছি আমার স্কিল ডেভেলপ করার এবং আমি পেরেছি আইটি কম্পিউটার সিটি’তে প্রশিক্ষক ও অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে। এখন পর্যন্ত গ্রাফিক ডিজাইনে অনেক প্রজেক্ট কমপ্লিট করেছি। আমার প্রথম মেন্টর হলেন জনাব সাইফুল ইসলাম নিরব স্যার তার কাছ থেকে আমার কম্পিউটার ক্যারিয়ারে আসা। আমি অনেক ভাগ্যবান করণ আমি আরো ২ জন মেন্টর পেয়েছি তারা হলেন- সাইফুল ইসলাম নাছির ও জিহাদুল ইসলাম শরিফ ভাই। ভাইদের গাইডলাইন আর আমার চেষ্টার ফলে আজকে আমি বলতে পারি গ্রাফিক ডিজাইনের উপর সফল ফ্রিল্যান্সার।






